ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাণীশংকৈল কলেজ জাতীয়করণের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
রাণীশংকৈল কলেজ জাতীয়করণের দাবি

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুরে কলেজের সামনে হরিপুর-রাণীশংকৈল সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মহাদেব বসাক, অধ্যাপক সিরাজুল ইসলাম, মুনিরা বেগম বিশ্বাস, মো. রবিউল ইসলাম ও প্রভাষক জুলফিকার আলী প্রমুখ।

বক্তারা জানান, প্রধানমন্ত্রী ঘোষিত সারাদেশে ১৯৯টি কলেজের মধ্যে রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজটি জাতীয়করণের তালিকাভুক্ত হয়। পরবর্তীতে আরেকটি কলেজ নতুন করে আবেদন করায় জটিলতার রূপ নেয়। তাই কলেজটি জাতীয়করণের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

কলেজটি জাতীয়করণের জন্য সরকারের কাছে জরালো দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এজি/টিআই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ