ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুরে কলেজের সামনে হরিপুর-রাণীশংকৈল সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মহাদেব বসাক, অধ্যাপক সিরাজুল ইসলাম, মুনিরা বেগম বিশ্বাস, মো. রবিউল ইসলাম ও প্রভাষক জুলফিকার আলী প্রমুখ।
বক্তারা জানান, প্রধানমন্ত্রী ঘোষিত সারাদেশে ১৯৯টি কলেজের মধ্যে রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজটি জাতীয়করণের তালিকাভুক্ত হয়। পরবর্তীতে আরেকটি কলেজ নতুন করে আবেদন করায় জটিলতার রূপ নেয়। তাই কলেজটি জাতীয়করণের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
কলেজটি জাতীয়করণের জন্য সরকারের কাছে জরালো দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এজি/টিআই/টিআই