ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
পঞ্চগড়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড়: পঞ্চগড়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগ এ অবহিতকরণ সভার আয়োজন করে।


 
সভায় জাতীয় ভিটামিন এ প্লাস বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. পীতাম্বর রায়।

এসময় তিনি জানান, ১০ ডিসেম্বর (শনিবার) ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ওইদিন ৬/১১ মাস বয়সী প্রত্যেক শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২/৫৯ মাস বয়সী প্রত্যেক শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইনে পঞ্চগড় জেলায় ১ হাজার ১৩০টি কেন্দ্রের মাধ্যমে ৬/১১ মাস বয়সী ১৪ হাজার ৮৮১ জন ও ১২/৫৯ মাস বয়সী ১ লাখ ২৮ হাজার ৭৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত কেন্দ্রের পাশাপাশি বাসস্ট্যান্ডসহ জেলার বিলুপ্ত ছিটমহলগুলোতে থাকবে ভ্রাম্যমাণ টিম।
পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় ক্যাম্পেইন পরিচালনা করতে কাজ করবে ৩ হাজার ৩৯০ জন স্বেচ্ছাসেবক। তারা ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি মা ও অভিভাবকদের পুষ্টিবার্তা সম্পর্কে অবহিত করবেন বলেও জানান সিভিল সার্জন।
 
অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে ইউনিসেফের পুষ্টি কর্মকর্তা মো. শাহজাহান মাতব্বরসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।