ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইটনায় ৫ নারীকে জয়িতা সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
ইটনায় ৫ নারীকে জয়িতা সম্মাননা

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন ও নারী বিষয়ক অধিদপ্তরের ইটনা কার্যালয়।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন ও নারী বিষয়ক অধিদপ্তরের ইটনা কার্যালয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় পাঁচ নারীকে জয়িতা সম্মাননা সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।

এদের মধ্যে- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় মোছা. শিল্পী আক্তারকে, শিক্ষা ও চাকরিক্ষেত্রে অবদান রাখার জন্য লাকি রানী দাসকে,  সফল জননীর জন্য আয়েশা আক্তারকে, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করার জন্য মোছা. তাজমিনা আক্তারকে ও সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য জেসমিন আক্তার আম্বিয়াকে এ সম্মাননা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মশিউর রহমান খানের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন-ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক, উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসমিন ও ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।