রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বড়সেনভাগ এলাকায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন মনোয়ারা বেগম ( ৫০) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন মনোয়ারার নাতনী তৃপ্তি খাতুন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মনোয়ারা নাটোর জেলার সদরের নারায়ানপাড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, মনোয়ারা ব্যাটারি চালিত অটোরিকশায় করে তার নাতনী তৃপ্তিকে নিয়ে পুঠিয়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। সন্ধ্যায় রাজশাহী-ঢাকা মহাসড়কের বড়সেনভাগ এলাকায় পৌঁছালে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় মনোয়ারা ও তৃপ্তি গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনোয়ারার মৃত্যু হয়। নিহতের মরদেহ বর্তমানে পুঠিয়া স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে। আহত তৃপ্তিকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুঠিয়া হাইওয়ে পুলিশ এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এসএস/আরআইএস/আরআই