ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আলোক উৎসবে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
আলোক উৎসবে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উদযাপন ছবি: আনোয়ার হোসেন রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনের আলো কমে চারদিকে ঘনিয়ে এসেছে অন্ধকার। হঠাৎ সশব্দে ঝলমলিয়ে উঠলো রাজধানীর হাতিরঝিলের আকাশ। লাল, নীল, হলুদ আলোর ঝলকানিতে রঙিন হয়ে যায় পুরো আকাশ।

ঢাকা: দিনের আলো কমে চারদিকে ঘনিয়ে এসেছে অন্ধকার। হঠাৎ সশব্দে ঝলমলিয়ে উঠলো রাজধানীর হাতিরঝিলের আকাশ।

লাল, নীল, হলুদ আলোর ঝলকানিতে রঙিন হয়ে যায় পুরো আকাশ।

বাংলাদেশের দৈনিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তিন হাজার থেকে ১৫ হাজারে উন্নীত হওয়ায় জনসাধারণের জন্য এ আলোক উৎসবের আয়োজন করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় আলোক উৎসবের উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এ সময় বিদ্যুৎ বিভাগের উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি।

আতশবাজি, লেজার শো এবং আলো দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি দেখানো হয়।
এর আগে রবি ঠাকুরের ‘আলোকের এই ঝরণা ধারায় ধুইয়ে দাও...’ গানে নাচের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।

উৎসবে অংশ নিতে বিভিন্ন প্রান্ত থেকে হাতিরঝিলে ভিড় জমায় রাজধানীবাসী।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমসি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।