নাটোর: নাটোরের হালতিবিলে সোঁতি জাল, বাঁশ ও বানার বাঁধ অবসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম হালতিবিলের সিংড়া অংশে ডাঙ্গাপাড়া ত্রিমোহনী এলাকায় এ অভিযান চালান।
এ সময় উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার লুৎফর রহমান, সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) পবিত্রসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, এসব সোঁতি জাল ও বানা দেওয়ার কারণে হালতিবিলের পানি ধীর গতিতে নামছিল। এ কারণে কৃষকদের রবি ফসল চাষাবাদে সমস্যা সৃষ্টি হচ্ছে।
তাই হালতিবিল ও বিল সংলগ্ন এলাকার কৃষকরা এসব সোঁতি জাল ও বানা অপসারণ করে পানি প্রবাহ সৃষ্টির জন্য আবেদন করেন।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে হালতিবিলের সিংড়া অংশে ডাঙ্গাপাড়া ত্রিমোহনী এলাকায় প্রায় এক কিলোমিটার এলাকার বাঁধ অপসারণ করা হয়। জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এজি/পিসি