রাজশাহী: রাজশাহীর দাশপুকুর বাইপাস মোড় এলাকায় রেলওয়ের জায়গায় তৈরি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৯ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোররাতে দাশপুকুর বাইপাস মোড় এলাকায় রেলওয়ের জায়গায় তৈরি স্থাপনায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে রেলওয়ের জায়গায় তৈরি ভুট্টুর ভাংড়ির দোকান, দু’টি স্থানীয় ক্লাব, সেখানে থাকা চন্দ্রাপাড়া খানকাহ শরীফ ও রনির বাড়ির একাংশ পুড়ে যায়।
শরীফুল ইসলাম জানান, স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে তার নেতৃত্বে সদর দফতরের দু’টি ইউনিট ঘটনাস্থলে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে ক্লাবগুলোতে থাকা টিভি, চেয়ার, টেবিল, ফ্যান, ক্যারাম বোর্ড, খানকাহ শরীফের ভেতরে থাকা দু’টি মাইকসেট, ফ্যান ও ভুট্টুর দোকানে থাকা ফ্যান ও ভাংড়ি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান সদর ফায়ার সার্ভিসে ঊর্ধ্বতন এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এসএস/এএটি/আইএ