বরগুনা: ‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’-স্লোগান নিয়ে বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ফের জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহযোগিতায় বরগুনা জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে আরও ছিলো আলোচনা সভা।
জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুপ্রক’র সভাপতি মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, নেজারত ডেপুটি কালেক্টর রাশেদুল হাসান, সহকারী পুলিশ সুপার কাজী আবদুল কাইয়ুম ও দুপ্রক সদস্য অ্যাডভোকেট সঞ্জীব দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ধারণাপত্র পাঠ করেন সনাকের আঞ্চলিক ব্যবস্থাপক রোকনুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
আরবি/এটি