হবিগঞ্জ: হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূতের স্মরণে রোকেয়া দিবস।
শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।
জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. এমরান হোসেনের সভাপতিত্বে ও জেলা নারী ও মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বেগম রোকেয়ার আদর্শ ও কর্মময় জীবনের ওপর আলোকপাত করা হয়। পরে বিভিন্ন উপজেলা থেকে আগত সফল নারীদের মধ্যে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
বিএসকে/আইএ