রংপুর: নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন স্মরণে রংপুরে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে রোকেয়ার স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠন পুস্পমাল্য অর্পণ করেন।
রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ ও জেলা প্রশাসক রাহাত আনোয়ারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রোকেয়া স্মৃতি কেন্দ্র উপ-পরিচালক আবদুল্লাহ আল ফারুক, মিঠাপুকুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন-অর-রশিদ, স্মৃতি কেন্দ্রের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ন কবির, ইউনিয়ন চেয়ারম্যান মো. ফয়জার রহমানসহ জেলা ও উপজেলার রাজনৈতিক নেতারা।
এ সময় বিভাগীয় কমিশনার তিন দিনব্যাপী রোকেয়া মেলার উদ্বোধন করেন। মেলার রয়েছে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কান প্রতিযোগিতা।
অপরদিকে রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এএটি/আইএ