ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
সাভারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

সাভার (ঢাকা): ‘আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

 

শুক্রবার (০৯ ডিসেম্বর) দুপুরে সাভারের উপজেলা অডিটরিয়ামে র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ড. এনামুর রহমান।

তিনি বলেন, জনসাধারণের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা, সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করতে হবে। এর মাধ্যমে তারা সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগসহ সাভারের সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সাভার উপজেলা দুর্নীতি  প্রতিরোধ কমিটির (দুপ্রক) নেত্রীরা।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।