ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বেগম রোকেয়া দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
ঠাকুরগাঁওয়ে বেগম রোকেয়া দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘রঙিন পৃথিবীর রঙিন আলো সকল নারী থাকুক ভালো’ এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

ঠাকুরগাঁও: ‘রঙিন পৃথিবীর রঙিন আলো সকল নারী থাকুক ভালো’ এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

 

শুক্রবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসন ও মহিরা বিষয়ক অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

এ উপলক্ষে ঠাকুরগাঁও মহিলা বিষয়ক আধিদপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশের্দ আলী খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল হক, উপজেলার ভাইস চেয়ারম্যান ফরাতুন নাহার, পেরিস জেলা মহিলা লীগের সভাপতি দ্রীবপতি দেবী আগরওলা প্রমুখ।

এ সময় শিক্ষা ক্ষেত্রে নারীদের এগিয়ে নিতে ও বাল্যবিয়ে রোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।