ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নানা আয়োজনের মধ্য দিযে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

মধুপুর (টাঙ্গাইল): নানা আয়োজনের মধ্য দিযে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

টিআইবি’র মধুপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও মধুপুরের দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) যৌথভাবে এ কর্মসূচি পালন করে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় মধুপুর পৌর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড আনারস চত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

‘দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে’-স্লোগানে ওই শোভাযাত্রা ও মানববন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারাহ্ সাদিয়া তাসনীন উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা।

এসময় উপস্থিত ছিলেন-মধুপুর কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান।

টিআইবি’র এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় পর্বে বক্তব্য রাখেন-মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইলের সহকারী পরিচালক রাম প্রসাদ রামু, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম, মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক লুলু ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাপ্পু সিদ্দিকী।

আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন-সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি ও দুপ্রক সভাপতি অধ্যাপক গোলাম ছামদানী।
 
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।