ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ৫ নারীকে জয়িতা সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
ঝালকাঠিতে ৫ নারীকে জয়িতা সম্মাননা

ঝালকাঠিতে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।
 

বরিশাল: ঝালকাঠিতে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।



এ সময় শিক্ষায় সাফল্যের জন্য শিমুল সুলতানা হ্যাপি, সমাজ উন্নয়নের জন্য ফাতেমা জাহান রুনু, অথনৈতিকভাবে সাফল্য নারী কানিস ফার্জানা, সফল জননী হাসিনা জামান এবং নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করার জন্য সকিনা বেগমকে এ সম্মাননা দেওয়া হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এমএস/এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।