ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, ডিসেম্বর ১২, ২০১৬
বরিশালে জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে খান আলতাফ হোসেন পেয়েছেন ঘোড়া এবং মাইদুল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক।

বরিশাল: বরিশাল জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে খান আলতাফ হোসেন পেয়েছেন ঘোড়া এবং মাইদুল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক।

 

সোমবার (১২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ড. গাজী সাইফুজ্জামান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

এছাড়া এসময় দু’টি সংরক্ষিত ও ১১টি সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যেও প্রতীক বরাদ্দ দেন তিনি।

এদিকে, সংরক্ষিত মহিলা সদস্য পদে দু’জন এবং সাধারণ সদস্য চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এমএস/ এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।