ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।
নিহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ি কদম তলী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মফিজ উদ্দিন ও থুমনিয়া লাহেড়ি গ্রামের আবু তালহা বকুল (৯)।
আহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার শামীমা খাতুন(৩৮), জিন্নাতুল (৫৫), শাহিন (৪৫) ও দিনাজপুরের রিমারামপুর উপজেলার মুকেন্দপুর গ্রামের শাহজাহান(২৮)। তাদেরকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কালমেঘ বারঢালি এলাকায় ট্রাক ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি থ্রি-হুইলার (পাগলু) ঠাকুরগাঁও থেকে যাত্রী নিয়ে বালিয়াডাঙ্গী যাচ্ছিল। এ সময় কালমেঘ বারঢালি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মফিজ উদ্দিন ও শিশু বকুলের মৃত্যু হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
পিসি/