ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘনকুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

মানিকগঞ্জ: ঘনকুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

কুয়াশা কেটে যাওয়ায় বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌপুলিশের ইনচার্জ সামছুল আলম বাংলানিউজকে জানান, ঘনকুয়াশায় নৌপথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কমার পর সকাল ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। তবে দুই ঘণ্টা ফেরি পারাপার বন্ধ থাকায় নৌরুটের উভয় ঘাটে শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।