ঢাকা: প্রকৃতিতে এখন শীতের কাঁপুনি। শীতের বার্তা নিয়ে এসেছে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া।
মঙ্গলবার (ডিসেম্বর ১৩) বিকেল থেকেই উত্তর-পশ্চিম দিক থেকে বইতে শুরু করে হিমেল হাওয়া। রাত এবং ভোরে হিমেল হাওয়ার সঙ্গে পড়তে শুরু করে ঘন কুয়াশা। এতে রাতের তাপমাত্রাও কমে যায়।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার (ডিসেম্বর ১৪) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমেছে।
চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৬, যশোরে ১০ দশমিক ৪ এবং ঢাকায় ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বাংলানিউজকে জানান, মূলত উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা কমবে না। তবে চলতি মাসের শেষ দিকে আরও শৈত্য প্রবাহ আসবে বলে জানান রুহুল কুদ্দুস।
আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
ডিসেম্বর মাসে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এমআইএইচ/আরআই