ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চারদিনের সফরে রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
চারদিনের সফরে রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

চারদিনের সরকরি সফরে রাজশাহীতে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে তিনি রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় যাবেন বলে জানায়, সরকারি এক বিবরণী।

রাজশাহী: চারদিনের সরকরি সফরে রাজশাহীতে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে তিনি রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় যাবেন বলে জানায়, সরকারি এক বিবরণী।

সফরসূচি অন‍ুযায়ী প্রতিমন্ত্রী এদিন বিকেলে বাঘা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুস্থদের মধ্যে কম্বল ও ঢেউটিন বিতরণ করবেন।

পরদিন ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরদহ ডিগ্রি কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করবেন। বিকেলে চারঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুস্থদের মধ্যে কম্বল ও ঢেউটিন বিতরণ করবেন।

১৬ ডিসেম্বর (শুক্রবার) প্রতিমন্ত্রী বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পরে তিনি চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে চারঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

১৭ ডিসেম্বর (শনিবার) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দিনব্যাপী রাজশাহীতে অবস্থান শেষে রাতে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন বলে ওই তথ্য বিবরণীতে বলা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এসএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।