ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবনের দায়ে চার যুবককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইব্রাহীম এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-শিমানুর রহমান (৩০) উপজেলার জোড়শিমুল গ্রামের দুদু প্রামাণিকের ছেলে, সুবল প্রামাণিক (২৮) সামাত প্রামাণিকের ছেলে, মিঠু মিয়া (২২) ইসমাইল হোসেনের ছেলে ও রুবেল সরকার (২২) মোকছেদ আলীর ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে জোড়শিমুল এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে আসছিলেন ওই চার যুবক। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ ডিসেম্বর) রাতে ধুনট-বড়িয়া সড়কের জোড়শিমুল জামতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
পরে বৃহস্পতিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আরবি/