ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে যুবকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
মানিকগঞ্জে যুবকের কারাদণ্ড

মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় মাদক ব্যবসার দায়ে বিমল রাজবংশী (২৭) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় মাদক ব্যবসার দায়ে বিমল রাজবংশী (২৭) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদত খন্দকার এ দণ্ড দেন।

বিমল রাজবংশী মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার রামপ্রসাদ রাজবংশীর ছেলে।

মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ টেম্পোস্ট্যান্ড এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ বিমলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিমলকে তিন মাসের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।