ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রংপুরে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, ডিসেম্বর ১৯, ২০১৬
রংপুরে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক সমাবেশ

এমপিওভুক্তির দাবিতে শিক্ষক সমাবেশ করেছে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটি।

রংপুর: এমপিওভুক্তির দাবিতে শিক্ষক সমাবেশ করেছে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটি।

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে স্বীকৃতিপ্রাপ্ত স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি স্কুল ও কলেজ এমপিওভুক্তির দাবিতে বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল হামিদের সভাপতিত্বে ৮ জেলার শিক্ষক নেতাসহ মহানগর আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।  

তাদের দাবি- দীর্ঘ আন্দোলনেও সমস্যার সমাধান না হওয়ায় আগামী ৮ জানুয়ারি দেশের সব বিভাগে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।