ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
যাত্রাবাড়ীতে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অগ্নিদগ্ধ হয়ে ওয়াহিদউল্লাহ (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে যাত্রাবাড়ী পাড় গ্যান্ডারিয়া এলাকার ১৫ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির ছোটভাই শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে চিৎকার শুনে প্রতিবেশীরা দরজা ভেঙে দগ্ধ অবস্থায় ওয়াহিদউল্লাহকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহিদুল আরও জানান, তার ভাই বিগত ৭/৮ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তার স্ত্রী হামিদা বেগম তাদের দুই সন্তানকে নিয়ে স্বামীবাগে বাবার বাসায় চলে গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এজেডএস/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।