ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাইফুর রহমান রানা, ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
বদরগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বদরগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুর: ছাবেদ আলি (৭৫)। বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ বিষ্ণুপুর জোলাপাড়া গ্রামে। বৃদ্ধ এই মানুষটি অনেক কষ্ট করে পায়ে হেঁটে শুধুমাত্র ঘোড়দৌড় খেলা দেখার জন্য এসেছেন।

ছোটবেলায় এখানে প্রতি বছরই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। দেশের নানা প্রান্ত থেকে প্রতিযোগীরা এখানে এসে খেলায় অংশগ্রহণ করতো।

এখন আর হয় না। দীর্ঘদিন পর ঘোড়দৌড় খেলা দেখতে পেয়ে কি যে আনন্দ লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। কিছুটা আনন্দের সুরেই কথাগুলো বললেন বৃদ্ধ ছাবেদ আলি।

রোববার (১৫ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ও পার্বতীপুরের হরিরামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শাহ মোহাম্মদ এফতেখারুজ্জামান ফাকের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।

প্রধান অতিথি ডিউক চৌধুরী এমপি জানান, গ্রামীণ ঐতিহ্যের এই ঘোড়দৌড় খেলাটি প্রায় হারিয়ে যেতে বসেছে। আয়োজকদের অসংখ্য ধন্যবাদ যে তারা দীর্ঘ সময় পর হলেও গ্রামীণ ঐতিহ্যকে বুকে ধারণ করে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে।

এ ঘোড়দৌড় খেলায় রংপুর দিনাজপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রায় ৫০ হাজার লোকের সমাগম হয়েছিলো। দেশের নানা প্রান্তের প্রতিযোগীর মধ্যে নওগাঁ জেলার ৭ম শ্রেণির ছাত্রী তাসলিমা খাতুন সবার নজর কাড়ে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।