রোববার (১৫ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ওই যুবক নদীতে পড়ে যান।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বাংলানিউজকে জানান, ওই যুবক টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা গিয়েছিলেন। মোনাজাত শেষে তিনি ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে ব্রাহ্মণবাড়িয়া ফিরছিলেন। পথে আশুগঞ্জ শহীদ আব্দুল হালিম রেলসেতু এলাকায় তিনি ট্রেনের ছাদ থেকে নদীতে পড়ে যান। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
তবে রাত পৌনে ৮টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও তার খোঁজ পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আরএ