ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সমঝোতার প্যানেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সমঝোতার প্যানেল সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আসন্ন নির্বাচনে সমঝোতার পর ঐক্যমতের ভিত্তিতে প্যানেল গঠন করে নির্বাচন কমিশন দফতরে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

রোববার (১৫ জাুনয়ারি) বিকেলে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এ প্যানেল জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র দাখিলকারী প্যানেলে সহ-সভাপতি পদে রয়েছেন মাহফুজুল আলম লোটন, ডাবলু সরকার, লিয়াকত আলী ও ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু।

এর মধ্যে মাহফুজুল আলম লোটন ও লিয়াকত আলী আগের কমিটিরও সহ সভাপতি ছিলেন।

সাধারণ সম্পাদক পদে রয়েছেন রফিউস সামস প্যাডী, সহ-সাধারণ সম্পাদক ওহাদেন্নবী অনু, যুগ্ম-সম্পাদক খায়রুল আলম ফরহাদ (প্রশাসন) ও রেজাউল ইসলাম বাবুল (ক্রীড়া) এবং কোষাধ্যক্ষ পদে সিরাজুর রহমান খানসহ নির্বাহী সদস্যরা।

এর মধ্যে রফিউস সামস প্যাডী আগের কমিটিরও সাধারণ সম্পাদক ছিলেন। মনোনয়নপত্র দাখিল করার সময় তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গণি বাংলানিউজকে জানান, রোববার মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন ছিলো।

এদিন একটি মাত্র প্যানেল মনোনয়ন দাখিল করেছে। তাই একই পদে দ্বিতীয় কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবে আগামী ২৬ জানুয়ারি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ৪ বছর (২০১৭-২১) মেয়াদি কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের দিন ধার্য রয়েছে। সেই দিনই কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এসএস/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।