আহত ইউনুস আলী জানান, বিকেলে সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের গোলাম হায়দারের ছেলে হিমেল ও তার দুই সহযোগী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক আহম্মেদের কাছে মুক্তিযোদ্ধাদের নামের তালিকার কপি দাবি করেন। সেসময় সিদ্দিক আহম্মেদ তালিকার কপি দিতে অস্বীকার করেন।
একপর্যায়ে তারা বাঁশ দিয়ে ইউনুস আলীকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার ঘটনায় হিমেলের বড় ভাই হিল্লোলকে আটক করেছে পুলিশ।
মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক আহম্মেদ বাংলানিউজকে জানান, মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনা মোটেও কাম্য নয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় হিল্লোল নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
বিএসকে/আরএ