ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে প্রতিবন্ধী শিশুদের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
সৈয়দপুরে প্রতিবন্ধী শিশুদের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে প্রতিবন্ধী শিশুদের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ববেলপুকুর হাজারীহাট সুতারপাড়ায় প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে এসব বিতরণ করা হয়। সুতারপাড়া ইসলামিক সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এ সব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সাবেক প্রধান শিক্ষক সমাজসেবক মো. গোলজার হোসেন চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন- সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুসরাত ফাতেমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিউল ইসলাম, সুতারপাড়া ইসলামিক সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. মোশাররফ হোসেন চৌধুরী দুলু, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর আরেফিন, রংপুর শিশু হাসপাতাল ও প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কেন্দ্রের চিফ ক্লিনিক্যাল স্পেশালিস্ট চিকিৎসক এস এম হাসান ইমাম।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।