ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

রাজশাহী: রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আনিসুর রহমান (৬০) নামে এক গরু ব্যবসায়ী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন ব্যাটারিচালিত অটো রিকশার চালক এবং দুই যাত্রী।

রোববার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজপাড়া থানার লিলি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

আনিসুর চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুর এলাকার মৃত ইমাজ উদ্দিনের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন একই এলাকার নাইমুলের ছেলে সোহেল (৩৫), আলতাফ আলীর ছেলে তৈয়মুর (৪৫) ও অটো রিকশার চালক ঠাকুরমারা এলাকার আবু সাঈদ (১৭)।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ আমান বাংলানিউজকে জানান, রাতে সিটি বাইপাস পশুরহাট থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুরে যাচ্ছিলেন গরু ব্যবসায়ী আনিসুর রহমান, সোহেল, ও তৈয়মুর। তারা কাশিয়াডাঙ্গার মোড়ে পৌঁছালে একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। অটোরিকশাটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে চালক এবং যাত্রীরা আহত হন। ত‍াদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন।

বাকিরা হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন, বলেন আমান উল্লাহ আমান।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এসএস/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।