ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

বগুড়া: বগুড়ায় রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন রঙ মিস্ত্রি শাকিল। রোববার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার সাবগ্রাম খামারকান্দি এলাকার আব্দুস সোবহানের ছেলে এলাহী ও একই এলাকার বুলু মিয়ার ছেলে আশরাফুল। আহত শাকিল নিশিন্দারা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রাতে শরীফ সিএনজি পাম্পে রঙের কাজ করছিলেন কয়েকজন রঙ মিস্ত্রি। হঠাৎ করে পাশে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এলাহী ও আশরাফুল। এসময় আহত হন শাকিল।

পরে স্থানীয়রা আহত শাকিলকে উদ্ধ‍ার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করেন।

ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম বাংলানিউজকে জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এমবিএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।