ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে পিকআপ চাপায় ও ট্রেনের ধাক্কায় ২ নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
পঞ্চগড়ে পিকআপ চাপায় ও ট্রেনের ধাক্কায় ২ নারীর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ে পিকআপভ্যানের চাপায় রমিছা বেগম (৪৫) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহত রমিছা বেগম সদর উপজেলার জগদল এলাকার গোয়ালপাড়া গ্রামের খলিল হোসেনের স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রামিছা বেগম জগদল ডিগ্রি কলেজের সামনে মহাসড়কের পাশে পাথর ভাঙার কাজ করছিলেন। দুপুরের খাবার খাওয়ার পর তিনি সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

এ সময় তেঁতুলিয়া থেকে চা-পাতা বোঝাই একটি পিকআপভ্যান তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রমিছার মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয়রা ওই পিকআপভ্যান ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে এবং কিছুক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে, প্রায় একই সময় পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরাপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় ফেলানী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

ফেলানী ওই এলাকায় তার মেয়ে-জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা যায়।

ফেলানী বিকেলে মাগুরাপাড়া এলাকায় রেলপথ পার হচ্ছিলেন। এ সময় পঞ্চগড় রেলস্টেশন থেকে দিনাজপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম পৃথক দুর্ঘটনায় ওই দুই নারীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।