সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খালইস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় যানা যায়নি।
মুন্সীগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এসএসপি) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, পাসপোর্ট অফিসে দালালরা মানুষকে বিভিন্ন সময় হয়রানি করে আসছে। তাই দালালদের ধরতে ডিবি পুলিশের একটি দল নিয়ে আমরা খালইস্ট এলাকায় অভিযান চালিয়ে চার দালালকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, পুলিশের এ হঠাৎ অভিযানে বিপাকে পড়েছেন দালালদের কাছে টাকা ও কাগজপত্র জমা দেওয়া অনেকে।
এ ব্যাপারে মাকুহাটি এলাকার সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, তিনি এক দালালের কাছে টাকা ও কাগজপত্র জমা দিয়েছিলেন। এখন তাকে পুলিশে ধরায় আবেদনপত্র খুঁজে পাচ্ছেন না।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এজি/আরএ