সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে র্যাব এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শহরের কান্দিভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হাসু কান্দিভিটা এলাকায় অবস্থান করছেন, এমন খবর পেয়ে র্যাব-৫ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
হাসুর বিরুদ্ধে দু’টি ওয়ারেন্টসহ চাঁদাবাজি, অপহরণ, ছিনতাই, মারপিট ও হত্যা চেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এজি/আরএ