ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে কবুতর নিয়ে সংঘর্ষে আহত ৭, আশঙ্কাজনক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
রাজশাহীতে কবুতর নিয়ে সংঘর্ষে আহত ৭, আশঙ্কাজনক ২

রাজশাহী: রাজশাহী মহানগরীতে কবুতর নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে বোয়ালিয়া থানার পঞ্চবটি খরবোনা এলাকায় এ সংঘর্ষ বাধে।

সংঘর্ষে একপক্ষের আহতরা হলেন- খরবোনা এলাকার রায়হান আলী (২৭), মারুফ হোসেন (২০), হিমেলের স্ত্রী নার্গিস (৩৫), হারুনুর রশিদ (২২), জাহিদুলের স্ত্রী সালমা (২৭), মধুর স্ত্রী শিউলী (৪৫)। অপর পক্ষে আহত হয়েছেন ইয়ামিন হোসেন (২৫)।

আহতদের মধ্যে ইয়ামিন ও হারুনের অবস্থা আশঙ্কাজনক বলে ‍জানা গেছে।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে ইয়ামিনের কবুতর প্রতিবেশী সিমলাদের বাড়িতে যায়। ওই সময় সিমলা কবুতরটি আটকে রাখে। পরে ইয়ামিন বিষয়টি জানতে পেরে সকালে লোকজন নিয়ে সিমলাদের বাড়ি গিয়ে কবুতর নিতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

এ ঘটনায় বর্তমানে উভয়পক্ষ মীমাংসার চেষ্টা চালাচ্ছে। তাই এ বিষয়ে কেউ অভিযোগ করেননি তবে শেষ পর্যন্ত মীমাংসা না হলে মামলা হবে বলেও জানান ওসি শাহাদাত হোসেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসএস/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।