সোমবার (১৬ জানুয়ারি) ব্রহ্মপুত্রের পূর্ব তীরে উপজেলার বন্ধবের ইউনিয়নের বলদমারা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এ মানববন্ধন।
রৌমারী উপজেলা নদী ভাঙন প্রতিরোধ আন্দোলন কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
এ আন্দোলনে একাত্বতা ঘোষণা করে মানববন্ধনে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন, সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল কাদের, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেএম ফজলুল হক, কবির হোসেন, আওয়ামী লীগ নেতা চরবন্ধু হাজী মুরাদ লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রভাষক মাইদুল ইসলাম, শিক্ষক আবু ব্ক্কর মিয়া প্রমুখ।
বক্তারা, স্বাধীনতার মুক্তাঞ্চল খ্যাত রৌমারী উপজেলাকে ব্রহ্মপুত্রের করাল গ্রাস থেকে রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোড় দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
আরএ