ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোদাগাড়ী সীমান্তে দুই কেজি হেরোইন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, জানুয়ারি ১৬, ২০১৭
গোদাগাড়ী সীমান্তে দুই কেজি হেরোইন উদ্ধার হেরোইন উদ্ধার/ ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে দুই কেজি হেরোইন উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১) সদস্যরা। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে এ পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান বাংলানিউজকে জানান, রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল সকালে মৌলভী ক্যানেল পদ্মার চরে অভিযান চালিয়ে দুই কেজি হেরোইন উদ্ধার করে।

পাচারকারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে হেরোইন ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে জানান বিজিবির এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসএস/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ