সোমবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আশুগঞ্জ শহীদ আব্দুল হালিম রেলসেতুর নিচে মেঘনা নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
এর আগে রোববার (১৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে নদীতে পড়ে শফিকুল নিখোঁজ হন।
শফিকুল ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর পৈরতলা এলাকার বাসিন্দা। তিনি শহরের বর্ডার বাজার এলাকায় মুরগির ব্যবসা করতেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলানিউজকে জানান, রোববার দুপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে শফিকুল নিখোঁজ হয়েছিলেন। এরপর সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরদিন আবার চেষ্টা চালিয়ে বিকেলে তার মরদেহ উদ্ধার করে তারা।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এজি/এসআই