সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ছবি: মিথুন
ঢাকা: দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, আমরা একটা নতুন সমাজ তৈরি করতে চাচ্ছি। যেখানে সবাইকে মূল ধারার সংস্কৃতিতে যুক্ত করে মানবিকতার সমাজ গড়ে উঠবে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতিক চর্চাকে ছড়িয়ে দিতে না পারলে স্বাধীনতা অর্জনের মূল লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না।
সোমবার (১৬ জামুয়ারি) টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
আসাদুজ্জামান নূর বলেন, আমাদের ছেলেমেয়েরা গান ভালোবাসে না, নাটক ভালোবাসে না।
তাদের মাঝে এই ভালোবাসা তৈরি করতে হবে। সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি করতে না পারলে তা হবে খুবই বিপদজনক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবির সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রেজওয়ানা চৌধুরী, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুদ্বীপ চক্রবর্তী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এএম/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।