সোমবার (১৬ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ-৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান বাংলানিউজকে জানান, সকালে অহেদপুর সীমান্তের ১৩/২-এস সীমান্ত পিলারের ওপারে ভারতের অভ্যন্তরে এসলামের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
তিনি আরো জানান, বৈঠকে বিএসএফ জানায়, রোববার (১৫ জানুয়ারি) রাতে ওই সীমান্তে তারা কোনো অভিযান চালায়নি। তাই বিএসএফের গুলিতে বা নির্যাতনে কেউ মারাও যায়নি।
ময়নাতদন্ত শেষে যতদ্রুত সম্ভব নিহত এসলামের মরদেহ ফেরত দেবে তারা।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এনটি/এসআই