ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডোমারে চোরাই গরুসহ আটক চোরের কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
ডোমারে চোরাই গরুসহ আটক চোরের কারাদণ্ড

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডোমারে চোরাই গরুসহ আটক আবু তাহের (৩০) নামে এক গরু চোরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবিহা সুলতানা এ কারাদণ্ডাদেশ দেন।

এর আগে সকালে উপজেলা বাজারের রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের শমসের আলীর ছেলে।

এ ব্যাপারে ডোমার থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ভোরে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের তালেশ্বর পাড়া গ্রামের মনোরঞ্জন রায়ের বাড়ি থেকে দু’টি গরু চুরি হয়ে যায়। পরে মনোরঞ্জন এ ব্যাপারে থানায় মামলা করেন।

সকালে গরু চোর আবু তাহের ডোমার বাজারের রেলগেট এলাকায় পৌঁছ‍ালে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু তাহেরকে আটক করে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।