ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ডলার আয়ের প্রশিক্ষণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
কেরানীগঞ্জে ডলার আয়ের প্রশিক্ষণ কেরানীগঞ্জে ডলার আয়ের প্রশিক্ষণ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ১৫ দিনে নিশ্চিত ডলার আয়ের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট’র (এলজিএসপি-২) অর্থায়নে কেরানীগঞ্জ ফ্রিল্যান্সার সমিতি ও স্মার্ট জেনারেশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কালিন্দী ইউনিয়ন পরিষদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন  কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন- কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন গণি, কেরানীগঞ্জ ফ্রিল্যান্সার সমিতির সভাপতি মো. রিয়াজ আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।