ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বগুড়ায় তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, জানুয়ারি ১৬, ২০১৭
বগুড়ায় তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু মেলার উদ্বোধন/ছবি: আরিফ জাহান-বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে মেলার উদ্বোধন করেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসপি মো. আসাদুজ্জামান বলেন, বিজ্ঞানের যথাযথ মাধ্যমে শিক্ষার্থীরা দেশকে বিশ্বের দরবারে পরিচিত করবে।

আজকের ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করে দেশকে ডিজিটাল দেশে রূপান্তরিত করবে। মেলার বিভিন্ন স্টল পরিদর্শন/ছবি: আরিফ জানান-বাংলানিউজ

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ও ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক আশরাফ আলী মন্ডল, শিক্ষক প্রতিনিধি এএসএম সালাহ উদ্দিন, মোছা. রাহাতারা বেগম, প্রাইমারি ইনচার্জ এনামুল জাহিদ তিতাস, সহকারী শিক্ষক আবু সাঈদ, মাহফুজুর রহমান, প্রভাষক মো. আবুল বাসার, সিনিয়র শিক্ষক কুদরত-ই-খোদা, সহকারী শিক্ষক মহিদুল ইসলাম, অমৃত লাল সরকার, মিতা শারমিন, তাজুল ইসলাম, রুমি সুলতানা, ওয়ায়েছ কুরুনী প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এমবিএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ