ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘আইনের ঊর্ধ্বে কেউ নন’, ‘সরকার দায় এড়াতে পারে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
‘আইনের ঊর্ধ্বে কেউ নন’, ‘সরকার দায় এড়াতে পারে না’  ৭ খুনের দায়ে প্রধান আসামি নূর হোসেনসহ ২৬ জনের ফাঁসি- ছবি: জিএম মুজিবুর

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলার রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা আওয়ামী লীগ ও বিএনপির নেতারা।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে চাঞ্চল্যকর সাত খুনের মামলায় প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র‌্যাবের বরখাস্তকৃত তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত। ৩৫ জন আসামির মধ্যে বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের পর প্রতিক্রিয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেন, ‘এ রায় আমাদের প্রত্যাশিত ছিল। একটি সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় আমরা সন্তুষ্ট। এতে আবারো প্রমাণিত হল, আইনের ঊর্ধ্বে কেউ নন’।

‘স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, আমি তার সঙ্গে একমত’।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, ‘দেশের একটি সুশৃঙ্খল বাহিনী সাতজন মানুষকে নির্বিচারে হত্যার ঘটনার বিচার চেয়েছিলেন দেশের মানুষ। এ রায়ে জাতি সেই বিচার পেয়েছে বলে আমি মনে করি। তবে সরকার সুশৃঙ্খল বাহিনীকে বিএনপির ওপর লেলিয়ে দিয়ে তাদের কলিজা বড় করে দিয়েছে’।

‘এ হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। তাই পুলিশ ও র‌্যাব বাহিনীর লাগাম টেনে ধরা উচিত’।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।