ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে দুই ওষুধ ব্যবসায়ীর জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
কিশোরগঞ্জে দুই ওষুধ ব্যবসায়ীর জরিমানা

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুই ওষুধ ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অদক্ষ ব্যক্তি দিয়ে ফার্মেসি পরিচালনা, নোংরা পরিবেশ ও ড্রাগ লাইসেন্স না থাকা থাকায় এ জরিমানা করা হয়।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার রায় এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে যানা যায়, উপজেলা শহরের সৌমি মেডিকেল স্টোরে অদক্ষ ব্যক্তি দিয়ে ফার্মেসি পরিচালনা ও নোংরা পরিবেশে ওষুধ বিক্রির দায়ে ফার্মেসি মালিককে ৫শ’ টাকা ও উপজেলার চাঁদখানা কেল্লাবাড়ি বাজারে ড্রাগ লাইসেন্স না থাকায় ও দোকানের ভেতর নোংরা পরিবেশের কারনে ফার্মেসি মালিককে ৫শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়াও এ ব্যাপারে দুই ওষুধ ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।