গত এক মাস ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মোমিনুর রশীদ।
১৯৮১ সালের ১৬ সেপ্টেম্বর লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মাস্টারপাড়ায় জন্মগ্রহণ করা রাজিব রায় ২৭তম বিসিএস দিয়ে প্রশাসনে যোগ দেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ২০০৮ সালে যোগ দেন চাকরিতে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার অব পাবলিক পলিসি ডিগ্রি সম্পন্ন করা রাজিব রায় ২০১৫ সালের ২৩ জুলাই ইউএনও হিসেবে রামপালে যোগ দেন। এর আগে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি।
তার স্ত্রী অনিন্দিতা রায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ইউএনও। রাজিব ও অনিন্দিতা রায় দম্পতির চার বছর ও ছয় মাসের দু’টি সন্তান রয়েছে।
রাজিবের মৃত্যুতে বাগেরহাটের জেলা প্রশাসক ও প্রশাসনের কর্মকর্তারা গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাগেরহাটের এডিএম মো. মোমিনুর রশীদ জানান, সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। হেলিকপ্টারে করে তার মরদেহ খুলানায় আনা হচ্ছে। সেখানে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে মরদেহ গ্রামের বাড়ি নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসআই