ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামপালের ইউএনও রাজিব রায় আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
রামপালের ইউএনও রাজিব রায় আর নেই রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব কুমার রায়

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব কুমার রায় মারা গেছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত এক মাস ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মোমিনুর রশীদ।

১৯৮১ সালের ১৬ সেপ্টেম্বর লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মাস্টারপাড়ায় জন্মগ্রহণ করা রাজিব রায় ২৭তম বিসিএস দিয়ে প্রশাসনে যোগ দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ২০০৮ সালে যোগ দেন চাকরিতে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার অব পাবলিক পলিসি ডিগ্রি সম্পন্ন করা রাজিব রায় ২০১৫ সালের ২৩ জুলাই ইউএনও হিসেবে রামপালে যোগ দেন। এর আগে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি।

স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে রাজিব কুমার রায়

তার স্ত্রী অনিন্দিতা রায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ইউএনও। রাজিব ও অনিন্দিতা রায় দম্পতির চার বছর ও ছয় মাসের দু’টি সন্তান রয়েছে।  

রাজিবের মৃত্যুতে বাগেরহাটের জেলা প্রশাসক ও প্রশাসনের কর্মকর্তারা গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাগেরহাটের এডিএম মো. মোমিনুর রশীদ জানান, সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। হেলিকপ্টারে করে তার মরদেহ খুলানায় আনা হচ্ছে। সেখানে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে মরদেহ গ্রামের বাড়ি নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭

এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।