ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডাকাতের হাতে প্রাণ গেলো প্রবাসী শফিকুলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৬, জানুয়ারি ১৭, ২০১৭
ডাকাতের হাতে প্রাণ গেলো প্রবাসী শফিকুলের

গাজীপুর: দেশের মাটিতে ফিরেই ডাকাত দলের হাতে প্রাণ হারালেন শফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবক।

মঙ্গলবার (১৭ জানুয়ারি)  সকালে রেলওয়ে পুলিশ গাজীপুর মহানগরের হায়দারাবাদ এলাকায় ঢাকা-রাজশাহী রেল লাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

তার সঙ্গে থাকা একটি ব্যাগে পাওয়া পাসপোর্ট থেকে জানা যায়, সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হন।

গভীর রাতে বিমান থেকে নেমে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ যাওয়ার পথে ডাকাতরা ট্রেন থেকে তার মালামাল লুট করে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যা করে।

টঙ্গী রেলওয়ে জংশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন ও গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শফিকুল ইসলাম (৩৮) সিরাজগঞ্জ সদরের মাঝুয়াইল গ্রামের আলতাফ হোসেন ছেলে।


স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীর ধারণা, তিনি সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে বিদেশ থেকে আনা মালামাল নিয়ে ট্রেনে চড়ে বাড়ি যাওয়ার পথে ডাকাতদের কবলে পড়েন।

ডাকাতরা তার মালামাল লুট করে তাকে হত্যার পর হায়দারাবাদ এলাকায় ট্রেন থেকে ফেলে দেয়। স্থানীয়রা মঙ্গলবার সকালে রেল লাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তাকে (কাউন্সিলর) এবং পুলিশকে খবর দেয়। এলাকাবাসী লাশের পাশ থেকে একটি ব্যাগও উদ্ধার করে। পুলিশ ওই ব্যাগ থেকে শফিকুল ইসলাম এবং তার মালয়েশিয়ান স্ত্রী সিতি হাজার বিনতির দুটি পাসপোর্ট উদ্ধার করে। পাসপোর্টে থাকা মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।


টঙ্গী রেলওয়ে জংশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়‍ারি ১৭, ২০১৭
বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।