ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ৪৪৫ বোতল ফেনসিডিলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
চুয়াডাঙ্গায় ৪৪৫ বোতল ফেনসিডিলসহ আটক ১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর থেকে ৪৪৫ বোতল ফেনসিডিলসহ আওয়ামী লীগ নেতা কফিল উদ্দীনকে (৫১) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার উথলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

কফিল উদ্দীন ওই গ্রামের বাসিন্দা ও উথলী ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।



জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি টহল দল কফিলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় র‌্যাব তার ঘরে তল্লাশি করে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেল ৪টার দিকে তাকে চুয়াডাঙ্গা কোর্ট আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।