ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ভেজাল ওষুধ জব্দ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
ময়মনসিংহে ভেজাল ওষুধ জব্দ, আটক ২

ময়মনসিংহ: ময়মনসিংহের চুরখাই জামতলা এলাকার কোরাল ফুড ইন্ডাস্ট্রিতে অভিযান চালিয়ে নকল ওষুধ ও কাঁচামাল জব্দ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) সদস্যরা।

আটকরা হলেন- ইন্ডাস্ট্রির মালিক মো. বদিউর (৩০) ও মো. সজীব শেখকে (৩২)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় র‌্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৬ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে ময়মনসিংহের সদর উপজেলার ওই ইন্ডাস্ট্রিতে অভিযান চালিয়ে নকল ওষুধ ও ওষুধ তৈরির কাঁচামাল জব্দসহ ইন্ডাস্ট্রির মালিক ও এক কর্মকর্তাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এমএএএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।