এর আগে গত ১৩-১৫ জানুয়ারির প্রথম ধাপের বিশ্ব ইজতেমায়ও অংশ নেন অন্য ১৭ জেলার মুসল্লি, ছিলেন বিদেশি মুসল্লিরাও।
বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, ইজতেমার দ্বিতীয় ধাপেও দেশের ১৭ জেলার মুসল্লি অংশ নেবেন।
দুই ধাপ মিলিয়ে এবারের বিশ্ব ইজতেমায় অংশ নেবেন দেশের ৩৩টি জেলাসহ বিদেশি মুসল্লিরা।
দ্বিতীয় ধাপে অংশ নেওয়া জেলা ও খিত্তাগুলো হলো- ঢাকা (১-৫নং ও ৭নং খিত্তা), মেহেরপুর (৬নং খিত্তা), লালমনিরহাট (৮নং খিত্তা), রাজবাড়ী (৯নং খিত্তা), দিনাজপুর (১০নং খিত্তা), হবিগঞ্জ (১১নং খিত্তা), মুন্সীগঞ্জ (১২-১৩নং খিত্তা), কিশোরগঞ্জ (১৪-১৫নং খিত্তা), কক্সবাজার (১৬নং খিত্তা), নোয়াখালী (১৭-১৮নং খিত্তা), বাগেরহাট (১৯নং খিত্তা), চাঁদপুর (২০নং খিত্তা), পাবনা (২১-২২নং খিত্তা), নওগাঁ (২৩নং খিত্তা), কুষ্টিয়া (২৪নং খিত্তা), বরগুনা (২৫ নং খিত্তা) ও বরিশাল (২৬নং খিত্তা)।
ইজতেমার দ্বিতীয় ধাপ আগামী শুক্রবার (২০ জানুয়ারি) শুরু হয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার (২২ জানুয়ারি) শেষ হবে। এর আগে লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে প্রথম ধাপ শেষ হয় ১৫ জানুয়ারি।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
আরএস/আরআর/এএসআর