সাভার (ঢাকা): সাভারে বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় হেলপার ও চালকসহ বাসের ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে রজনীগন্ধ নামে একটি বাসে ডাকাতি শুরু হয়। যা চলে ঘণ্টা দুই ধরে। আহতদের সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নূর হোসেন ফারুক নামে ওই বাসের এক যাত্রী বাংলানিউজকে বলেন, চন্দ্রা থেকে মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে বাসে উঠি আমি। ভোর ৪টার দিকে হঠাৎ করে যাত্রীবেশে থাকা একদল ডাকাত হেলপার ও চালককে ধরে বাসের পেছনের দিকে নিয়ে বেঁধে রাখে এবং তাদের একজন বাস চালায়।
এসময় প্রতিবাদ করায় আমাকেও বেঁধে রাখে ডাকাতরা। এরপর বাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সেটসহ প্রায় লক্ষাধিক টাকার পণ্য লুটে নেয় তারা। এসময় চিৎকার করায় ডাকাতদল কয়েকজনকে বাসের রড দিয়ে পিটিয়ে আহত করে এবং হাত-পা বেঁধে রাখে। এছাড়া ডাকাতরা বিভিন্ন স্থানে বাস থামিয়ে আরও যাত্রী তুলে তাদের কাছ থেকেও সব লুটে নেয়। এভাবে সাভারের শিমুলতলা এসে বাস থামিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কারুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে শিমুলতলায় গিয়ে বাস পরিদর্শন করা হয়েছে। এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বিএসকে/এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।